
গঙ্গাসাগর, ১৩ জানুয়ারি (হি.স.) : পুণ্যস্নান ও ভক্তদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গঙ্গাসাগরে এসে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক থেকে বিশ্ব হিন্দু রক্ষার জোরালো বার্তা দিলেন পুরীর নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। সমসাময়িক নানা ধর্মীয় ও সামাজিক বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি।
বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গে নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ বলেন, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এতে বাংলাদেশ অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, হিন্দুদের তাড়িয়ে দিলে বা নিরাপত্তাহীন করে তুললে, যেখানে মুসলিমরা সংখ্যালঘু সেখানে তাঁদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়বে। সকল সম্প্রদায়ের সঙ্গে সদ্ভাব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, হিন্দুরা সুরক্ষিত থাকলেই বিশ্ব সুরক্ষিত থাকবে। একই সঙ্গে মুসলিম সমাজকে দেশভক্তির পরিচয় দেওয়ার কথাও বলেন তিনি।
গঙ্গাসাগরে রাজ্য সরকারের সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু তীর্থক্ষেত্রকে যদি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা হয়, তবে তা হিন্দু সমাজের পক্ষে সমস্যার কারণ হতে পারে। তাঁর মতে, মুসলমানদের মনে রাখতে হবে তাঁদের বহু পূর্বপুরুষ হিন্দু ছিলেন এবং তাঁরা সম্মানের যোগ্য। পাশাপাশি সনাতন ধর্ম রক্ষায় যাঁরা প্রতিকূল পরিস্থিতিতেও আপস করেননি, তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। সতর্ক করে দিয়ে বলেন, হিন্দু সমাজ উত্তেজিত হলে তার ফল ভয়াবহ হতে পারে।
গঙ্গাসাগর মেলায় চিকেন প্যাটি বিক্রি সংক্রান্ত বিতর্কে নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ স্পষ্টভাবে বলেন, সনাতন রীতি অনুযায়ী ধর্মীয় মেলায় আমিষ আহার সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিত। উন্নয়নের নামে তীর্থক্ষেত্রগুলিকে শুধুমাত্র যাতায়াতের সুবিধাজনক স্থানে পরিণত করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।
বাংলায় মন্দির নির্মাণে কোনও আপত্তি নেই জানালেও পুরীর জগন্নাথ ধামের অনুকরণে অন্যত্র মন্দির নির্মাণের বিরোধিতা করেন তিনি। পাশাপাশি এসআইআর প্রক্রিয়া প্রসঙ্গে সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পুরীর নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য