
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি ( হি. স.)- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে মঙ্গলবার অনুষ্ঠিত হল হিন্দু সম্মেলন। ঘাটালের সনাতনী নাগরিকবৃন্দের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামেও পরিচিত। সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ অংশ নেন।মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, বাঙালি হিন্দু সমাজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সংগঠিত হতে হবে। তিনি বলেন, “এক হাতে অস্ত্র ও অন্য হাতে ছাত্র নিয়ে চলতে হবে”—এই মন্তব্যের মাধ্যমে তিনি শিক্ষা ও আত্মরক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন বলে দাবি করেন তাঁর সমর্থকেরা। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী কখনও প্রতিবাদ, কখনও প্রতিরোধ এবং কখনও প্রতিশোধ নিতে প্রস্তুত থাকতে হবে। তাঁর বক্তব্যে বাঙালি হিন্দু সমাজের ঐক্য ও সক্রিয়তার উপর বিশেষ জোর দেওয়া হয়।২০২৬ সালের প্রসঙ্গ টেনে কার্তিক মহারাজ বলেন, “২০২৬-এই রক্ষা,” ইঙ্গিতপূর্ণ এই মন্তব্যে আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে সম্মেলন প্রাঙ্গণে ব্যাপক সাড়া পড়ে।সম্মেলনের আয়োজকদের দাবি, এই সভার উদ্দেশ্য ছিল সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করা এবং সামাজিক ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা। তবে কার্তিক মহারাজের কিছু মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সম্মেলন ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়