
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : সংবাদমাধ্যমের কর্মীদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। দিনভর চলা এই শিবিরে ক্লাব সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং প্রবীণ সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় ১৫০ জন প্রতিনিধি এই শিবিরে অংশগ্রহণ করে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেন।
অন্যদিকে, ৭৫ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। এই জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ৪২ জন ইসিজি পরীক্ষা করিয়েছেন। অনেক ধরনের পরিষেবা চালু থাকায় সিংহভাগ সদস্য সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, সম্পূর্ণভাবেই বিনামূল্যে ওই শিবিরে সহযোগিতা করে রিলায়বেল ডায়গোনস্টিকস। দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকায় অবস্থিত ওই রোগ নির্ণয় কেন্দ্রের জেনারেল ম্যানেজার উদয়ন ভট্টাচার্য এদিন এক সাংবাদিক সম্মেলনে রক্তদান শিবির সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তাঁর নেতৃত্বেই ১২ জন স্বাস্থ্যকমী আগাগোড়া উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত