
গুয়াহাটি, ১৩ জানুয়ারি (হি.স.) : বিপুল পরিমাণের মাদক হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে গুয়াহাটি পুলিশ।
প্রতিবেশী রাজ্য থেকে হেরোইনের একটি চালান পাচার করা হচ্ছে বলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোররাতে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণকুমার পাঠকের নেতৃত্বে আমিনগাঁও এলাকায় এসটিএফ-এর একটি দল দুটি গাড়ি, এএস ২৩ এডি ৬৬২৬ নম্বরের একটি থার এবং এএস ০১ জিএন ৭৪০৪ নম্বরের মারুতি জিমনি কারের গতিরোধ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুটি গাড়ির গোপন চেম্বার থেকে মোট ৯৭টি সাবানের কেস থেকে হেরোইনগুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে থার থেকে ৪০টি এবং জিমনি থেকে ৫৭টি প্যাকেট থেকে মোট ১ কেজি ৩৫৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ১১ কোটি টাকা হবে, জানিয়েছে পুলিশের সূত্রটি।
সূত্রটি জানিয়েছে, মাদক পাচারের অভিযোগে উভয় গাড়ির দুই চালক যথাক্রমে বরপেটা জেলার অন্তর্গত কাজিপাড়ার জনৈক জুনাব কাজির বছর ৩৩-এর ছেলে অনোয়ার হুসেন কাজি এবং আমিনুল সিকদার (৩৩) বলে পরিচয় পাওয়া গেছে।
ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে, পুলিশের পদস্থ আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে সূত্রের খবর।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস