অনশন তুলে নিলেন কালচিনি চা বাগানের শ্রমিকেরা
আলিপুরদুয়ার, ১৩ জানুয়ারি (হি.স.): টানা উনিশ দিন পরে অবশেষে রিলে অনশন তুললেন আলিপুরদুয়ারের কালচিনি চা বাগানের শ্রমিকেরা। মঙ্গলবার কালচিনি বিধায়ক বিশাল লামার উপস্থিতিতে ওঠে শ্রমিকদের অনশন। আগামী ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার বেতন সমস্যা নিয়ে বৈঠকের ডাক দ
অনশন তুলে নিলেন কালচিনি চা বাগানের শ্রমিকেরা


আলিপুরদুয়ার, ১৩ জানুয়ারি (হি.স.): টানা উনিশ দিন পরে অবশেষে রিলে অনশন তুললেন আলিপুরদুয়ারের কালচিনি চা বাগানের শ্রমিকেরা। মঙ্গলবার কালচিনি বিধায়ক বিশাল লামার উপস্থিতিতে ওঠে শ্রমিকদের অনশন। আগামী ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার বেতন সমস্যা নিয়ে বৈঠকের ডাক দিয়েছে শ্রম দফতর। সেই বৈঠকে ইতিবাচক ফলের আশায় এ দিন প্রায় দু'সপ্তাহেরও বেশি সময় বাদে রিলে অনশন তুললেন কালচিনি চা বাগানের শ্রমিকেরা। অন্য দিকে, সেই বৈঠকে কোনও ফল না বেরোলে আগামী দিনে শ্রমিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande