
মালদা, ১৩ জানুয়ারি ( হি. স.): শাসক দল তৃণমূল কংগ্রেস যখন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত, ঠিক তখনই পাল্টা রাজনৈতিক তৎপরতায় নেমেছে বিজেপি। আগামী ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে সফল করতে জনসাধারণের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদা বিধানসভা এলাকায় ব্যাপক প্রচার চালানো হয়। বিজেপির মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা, রাজ্য বিজেপির ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি অজিত দাস-সহ দলের একাধিক নেতা ও কর্মী পুরাতন মালদার সাহাপুর শিব মন্দির সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে প্রধানমন্ত্রীর জনসভার আমন্ত্রণপত্র তুলে দেন।বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর এই জনসভা রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সভায় অংশ নেবেন বলেই তাঁদের আশা। এদিন প্রচারের সময় বিজেপি নেতারা কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কাজের কথাও মানুষের সামনে তুলে ধরেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়