বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খুলছে রাজ্য সরকার
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : রাজ্যে দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের হদিশ মেলার পর এবার পরিকাঠামো প্রস্তুতিতে জোর দিল রাজ্য স্বাস্থ্য দফতর। আগাম সতর্কতা হিসেবে বেলেঘাটা আইডি হাসপাতালে একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খুলছে রাজ্য সরকার


কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : রাজ্যে দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের হদিশ মেলার পর এবার পরিকাঠামো প্রস্তুতিতে জোর দিল রাজ্য স্বাস্থ্য দফতর। আগাম সতর্কতা হিসেবে বেলেঘাটা আইডি হাসপাতালে একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সল্টলেকের স্বাস্থ্য ভবনে দফায় দফায় আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। যেকোনো সংক্রামক ব্যাধি মোকাবিলায় বেলেঘাটা আইডি হাসপাতাল রাজ্যের প্রধান ভরসা। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, নিপা আক্রান্ত বা সন্দেহভাজনদের চিকিৎসার জন্য এই হাসপাতালের একটি পুরো তল বা 'ফ্লোর' নির্দিষ্ট করা হচ্ছে। দ্রুততার সাথে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে এই ওয়ার্ডটিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।

এদিনের বৈঠকে নমুনা সংগ্রহের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে যে, নাইসেড এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আক্রান্ত ও সন্দেহভাজনদের শরীর থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার দায়িত্ব পালন করবে। নিপা ভাইরাসের দ্রুত শনাক্তকরণের জন্য এই দুই প্রতিষ্ঠানকে বিশেষ প্রোটোকল মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande