দিল্লিতে বিজেপি ও এএপি-র মধ্যে টুইট-যুদ্ধ, অতিশীকে পলাতক বললেন কপিল
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে চলছে টুইট-যুদ্ধ। একধাপ এগিয়ে এএপি নেত্রী অতিশী মারলেনাকে ''''পলাতক বললেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। অতিশী নিরুদ্দেশ এমন একটি পোস্টারও তৈরি করেছেন কপিল। মঙ্গলবার এএপি-র পক্ষ
দিল্লিতে বিজেপি ও এএপি-র মধ্যে টুইট-যুদ্ধ


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে চলছে টুইট-যুদ্ধ। একধাপ এগিয়ে এএপি নেত্রী অতিশী মারলেনাকে ''পলাতক বললেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। অতিশী নিরুদ্দেশ এমন একটি পোস্টারও তৈরি করেছেন কপিল। মঙ্গলবার এএপি-র পক্ষ থেকে কপিলের উদ্দেশ্যে টুইট করে লেখা হয়, গুরুদের অপমান সহ্য করবে না হিন্দুস্তান। কপিল মিশ্রর ক্ষমা চাওয়া উচিত।

এরপরেই কপিল মিশ্র টুইট করেন। তাতে কপিল লেখেন, যে অপরাধ করেছে, সে পলাতক ও নিরুদ্দেশ। অতিশী কোথায় আছেন, সেই প্রশ্নও তোলেন কপিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande