
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী মারলেনার সমালোচনায় সরব হলেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কপিল বলেন, ৬ জানুয়ারি, দিল্লি বিধানসভায় একটি পাপ হয়েছে, যখন বিরোধী দলনেত্রী গুরু তেগ বাহাদুর জি-এর ৩৫০ বছর ত্যাগের উপর বিতর্ক চলাকালীন অবমাননাকর শব্দ ব্যবহার করেন। সেই দিন থেকে, অতিশী নিখোঁজ; তাঁকে সংবাদ মাধ্যমের সামনে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই পাপ লুকানোর জন্য, অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে, পাঞ্জাব সরকার এবং পাঞ্জাব পুলিশের ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। আমি ভগবন্ত মান জিকে বলতে চাই, এই পাপের অংশীদার হবেন না। এর পরে অতিশী যেভাবে নিখোঁজ হয়েছেন, তার অর্থ হল তিনি যা করেছেন তা হল অবজ্ঞা। আমরা এই বিষয়ে চুপ করে থাকব না। অরবিন্দ কেজরিওয়ালের উচিত ছিল অতিশীকে এই বিষয়ে ক্ষমা চাইতে বলা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ