
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের কাভারত্তিতে মাল্টি-স্পেশালিটি জয়েন্ট সার্ভিসেস মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। ভারতীয় নৌবাহিনী কর্তৃক আয়োজিত এই বৃহৎ পরিসরের মেডিকেল ক্যাম্পটি 'স্বাস্থ্য ভারত'-এর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের কাছে গুণমানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়। ব্যাপক স্ক্রিনিং, প্রাথমিক রোগ নির্ণয়, সময়োপযোগী চিকিৎসা পরামর্শ, চিকিৎসা হস্তক্ষেপ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ দ্বীপপুঞ্জের সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুবিধা প্রদানে অবদান রাখবে।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেন, আমি এখানে কাভারত্তিতে ত্রি-সেনা মেডিকেল ক্যাম্পে আছি। মিনিকয় দ্বীপপুঞ্জের ৫টি দ্বীপে এই ক্যাম্পটি আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য হল প্রত্যন্ত দ্বীপপুঞ্জের বাসিন্দাদের মাল্টিস্পেশালিটি সেবা প্রদান করা। প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে, আমরা ত্রি-সেনাদের একটি দল গঠন করেছি, যারা ডিসেম্বরে এখানে এসেছিল। এই ক্যাম্পটি এখন ১২-১৬ জানুয়ারি পর্যন্ত আয়োজন করা হয়েছে। এই উদ্যোগটি তিনটি দিক থেকে অনন্য: প্রথমত, সিনার্জি, যেখানে ক্যাম্পটি তিনটি বাহিনীর পেশাদার এবং স্থানীয় প্রশাসনের সাথে একটি সত্যিকারের যৌথ প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে। সকল বিভাগের চিকিৎসা বিশেষজ্ঞদের পরিসর বিবেচনা করে এবং পরিশেষে, এই ক্যাম্পের জন্য নিয়োজিত চিকিৎসা পেশাদার এবং সহায়তা কর্মীদের সংখ্যা বিবেচনা করে। এই ধরনের যৌথ উদ্যোগ আন্তঃসেনার্ভিস সমন্বয় এবং বেসামরিক-সামরিক সহযোগিতাকে শক্তিশালী করে, একই সাথে নাগরিকদের কল্যাণে অর্থপূর্ণ অবদান রাখে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ