(আপডেট) আসানসোলে অবৈধ কয়লা চুরির সময় খনিধসে মৃত্যু ৩, গুরুতর জখম ২
আসানসোল, ১৩ জানুয়ারি ( হি. স.) : আসানসোলের কুলটি থানার অন্তর্গত বড়িরা কয়লা খনিতে মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অবৈধভাবে কয়লা চুরি করতে খনির ভিতরে ঢোকার সময় আচমকা ধস নামায় তিনজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। ঘটনায় এল
খনী ধস


আসানসোল, ১৩ জানুয়ারি ( হি. স.) : আসানসোলের কুলটি থানার অন্তর্গত বড়িরা কয়লা খনিতে মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অবৈধভাবে কয়লা চুরি করতে খনির ভিতরে ঢোকার সময় আচমকা ধস নামায় তিনজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে এলাকার কয়েকজন যুবক কয়লা কাটার উদ্দেশ্যে প্রায় ৩০০ ফুট গভীরে খনির ভিতরে নামেন। কয়লা কাটার সময় হঠাৎ খনির উপরের অংশ ধসে পড়ে। সেই সময় দু’জন কোনওরকমে খনির বাইরে বেরিয়ে পালিয়ে যান। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান আরও কয়েকজন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও বিসিসিএল কর্তৃপক্ষ। উদ্ধারকাজ চালিয়ে খনি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম গীতা বাউড়ি, সুরেশ বাউড়ি ও টিপু মল্লিক। তাঁদের বয়স ৩৫ থেকে ৪২ বছরের মধ্যে। গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।বিসিসিএল কর্মী ও স্থানীয় তৃণমূল নেতা সুভাশিষ মুখোপাধ্যায় জানান, খনিটি কাঁটাতার দিয়ে ঘেরা এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও চোরা পথে অবৈধ কয়লা চুরির ঘটনা নিয়মিত ঘটছে। পুলিশ জানিয়েছে, খনির ভিতরে আর কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখতে তল্লাশি ও তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande