নিপা ভাইরাসে আক্রান্ত ২ স্বাস্থ্যকর্মী অত্যন্ত সঙ্কটজনক, স্বাস্থ্যভবনে রিপোর্ট জমা
কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : নদীয়া ও পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দুই স্বাস্থ্যকর্মীর শরীরে এই নিপা ভাইরাসের উপস্থিতি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তাঁরা অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। বিশ্বস্ত সূত্রের খ
নিপা ভাইরাসে আক্রান্ত ২ স্বাস্থ্যকর্মী অত্যন্ত সঙ্কটজনক, স্বাস্থ্যভবনে রিপোর্ট জমা


কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : নদীয়া ও পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দুই স্বাস্থ্যকর্মীর শরীরে এই নিপা ভাইরাসের উপস্থিতি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তাঁরা অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। বিশ্বস্ত সূত্রের খবর, পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা পড়েছে । তবে এই ঘটনায় রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আক্রান্ত দুই রোগীর নমুনা কল্যাণী এইমসে পরীক্ষার পর তাঁদের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তাঁরা উত্তর ২৪ পরগনার বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের খবর, আক্রান্ত মহিলার তুলনায় পুরুষ রোগীর অবস্থা বেশি আশঙ্কাজনক।

এদিন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং অন্যান্য পদস্থ আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে বর্তমান পরিস্থিতি ও চিকিৎসার প্রোটোকল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। রাজ্য সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখনই এ নিয়ে ভয়ের কোনও কারণ নেই। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আক্রান্তদের কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং সংক্রমণের উৎস সন্ধানেও কাজ চলছে। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী এই রোগের মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ সতর্কতা অবলম্বন করছে। যে সমস্ত এলাকায় এই ভাইরাসের হদিশ মিলেছে, সেখানে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande