
মুম্বই, ১৩ জানুয়ারি (হি.স.): মুম্বইয়ের পুরনির্বাচনের পরে বিজেপির সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
মঙ্গলবার তিনি বলেন, এমনটা হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। যদি এনসিপি এবং বিজেপির মধ্যে সরাসরি লড়াই হয়, তাহলে হয় তারা জিতবে, নয়তো আমরা জিতব। এনসিপি প্রধান অজিত পাওয়ার আরও বলেন, আমরা রাজ্যে মহাযুতির সঙ্গে আছি। কিন্তু, পুরনির্বাচনে আমরা দেখিয়েছি যে, আমরা জনগণের সমস্যা সমাধানের জন্য এটি করতে চাই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ