অপারেশন ‘প্রয়াস’-এর সাফল্য, খড়গ্রামে উদ্ধার ১৩টি হারানো মোবাইল ফোন
খড়গ্রাম, ১৩ জানুয়ারি ( হি. স.) : মুর্শিদাবাদ জেলা পুলিশের অপারেশন ‘প্রয়াস’ প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য সাফল্য পেল খড়গ্রাম থানা। মঙ্গলবার খড়গ্রাম থানার উদ্যোগে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোট ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মোবাইল উদ্ধার


খড়গ্রাম, ১৩ জানুয়ারি ( হি. স.) : মুর্শিদাবাদ জেলা পুলিশের অপারেশন ‘প্রয়াস’ প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য সাফল্য পেল খড়গ্রাম থানা। মঙ্গলবার খড়গ্রাম থানার উদ্যোগে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোট ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ওই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় উপকৃত নাগরিকদের মুখে স্বস্তির হাসি ফুটেছে।বর্তমান সময়ে মোবাইল ফোন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। যোগাযোগ, ব্যাঙ্কিং, অনলাইন পরিষেবা থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ—সব ক্ষেত্রেই মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম। ফলে মোবাইল হারিয়ে গেলে মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেই বিষয়টি মাথায় রেখেই খড়গ্রাম থানা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে হারানো মোবাইল ফোন উদ্ধারের উদ্যোগ নেয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপারেশন ‘প্রয়াস’-এর মাধ্যমে প্রযুক্তির সাহায্য নিয়ে ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে এই মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। হারানো সম্পত্তি ফিরে পেয়ে উপভোক্তারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।খড়গ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নাগরিক পরিষেবাকে আরও মজবুত করাই তাদের প্রধান লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদী। ভবিষ্যতেও হারানো সম্পত্তি উদ্ধার ও জনসেবামূলক কার্যক্রমে খড়গ্রাম থানা সক্রিয় ভূমিকা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande