
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): অপরাধের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার বিশেষ অভিযান চালালো দিল্লি পুলিশ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গ্যাং বাস্ট। মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ জাতীয় রাজধানীতে ৪৮ ঘণ্টার একটি অভিযান, 'অপারেশন গ্যাং বাস্ট' পরিচালনা করে, সংগঠিত গ্যাং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ৫০০ জনেরও বেশি অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জেলায় গ্যাং ডেরায় অভিযান ও তল্লাশি চালানো হয়। সমন্বিত অভিযানের সময় খুন, তোলা আদায়, ডাকাতি এবং অস্ত্র মামলায় জড়িত বেশ কয়েকজন ওয়ান্টেড অপরাধীকে গ্রেফতার করা হয়।
দিল্লি পুলিশ আরও জানায়, অভিযান চলাকালীন, পুলিশের টিম গ্যাং সদস্য এবং তাদের সহযোগীদের চিহ্নিত হটস্পট এবং আস্তানাগুলিতে অভিযান, তল্লাশি চালায়। খুন, খুনের চেষ্টা, তোলা আদায়, ডাকাতি এবং অস্ত্র অপরাধের মামলায় অভিযুক্ত বেশ কয়েকজন অপরাধী এবং পলাতককে গ্রেফতার করা হয়। ঊর্ধ্বতন আধিকারিকরা অভিযানটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এই অভিযানের লক্ষ্য ছিল, শহরে সক্রিয় গ্যাংস্টার এবং অপরাধীদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠানো।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ