
প্রয়াগরাজ, ১৩ জানুয়ারি (হি.স.): মাঘ মেলা উপলক্ষ্যে উত্তর প্রদেশের প্রয়াগরাজে পুণ্যার্থীদের জনজোয়ার। মঙ্গলবার ভোর থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের জন্য ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা পুণ্যস্নানে অংশ নিয়েছেন।
মেলা প্রাঙ্গণ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশেষ ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন। বুধবার মকর সংক্রান্তির পুণ্যলগ্নে সঙ্গমে পুণ্যস্নান। তার আগেই মঙ্গলবার সকালে অসংখ্য মানুষ সঙ্গমে পুণ্যস্নান করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ