
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): সমগ্র দেশবাসীকে মকর সংক্রান্তি, লোহরি-সহ বিভিন্ন উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে পোঙ্গল এবং মাঘ বিহুর শুভেচ্ছাও জানিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার এক্স মাধ্যমে রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তায় জানান, লোহরি, মকর সংক্রান্তি, পোঙ্গল এবং মাঘ বিহু উপলক্ষ্যে দেশ-বিদেশের সকল ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা। এই উৎসবগুলি ভারতের সমৃদ্ধ কৃষি পরম্পরা এবং জাতীয় ঐক্যের প্রতীক। এই উপলক্ষ্যে, আমরা প্রকৃতির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি। এই উৎসবগুলির মাধ্যমে, আমরা আমাদের খাদ্য সরবরাহকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি কামনা করি, এই উৎসবগুলি সকলের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ