চূড়ান্ত ভোটার তালিকার আগে মৃত ও অনুপ্রবেশকারী ভোটার বাদ না দেওয়ার অভিযোগে মালদায় বিজেপির ধরনা
মালদা, ১৩ জানুয়ারি ( হি. স.) : আর মাত্র দু’দিন পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। অথচ এখনও মৃত ও অনুপ্রবেশকারী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না—এই অভিযোগ তুলে মালদায় ধরনায় বসলেন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভব
মালদায় ধর্না


মালদা, ১৩ জানুয়ারি ( হি. স.) : আর মাত্র দু’দিন পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। অথচ এখনও মৃত ও অনুপ্রবেশকারী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না—এই অভিযোগ তুলে মালদায় ধরনায় বসলেন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে হবিবপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইআরও রাজু মণ্ডলের কক্ষের সামনে ধরনায় বসেন হবিবপুরের বিজেপি জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়।তারাশঙ্কর রায়ের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের জন্য জমা দেওয়া ফরম সেভেন ইআরও গ্রহণ করছেন না। তাঁর দাবি, শুধু তাঁর জেলা পরিষদ এলাকাতেই প্রায় পাঁচ হাজার মৃত ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে। এত স্পষ্ট তথ্য থাকা সত্ত্বেও ওই নামগুলি ইচ্ছাকৃতভাবে না কাটা হলে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে লাভবান হবে বলে তিনি অভিযোগ করেন।একই অভিযোগে সরব হন মালদার ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সাংবাদিক বৈঠকে তিনি জানান, তাঁর বিধানসভা এলাকায় প্রায় ১৫০০ থেকে ২০০০টি ফরম সেভেন জমা দেওয়ার চেষ্টা করা হলেও ইআরও দপ্তর তা গ্রহণ করছে না। এই পরিস্থিতির প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।এ বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়াই নির্বাচন কমিশনের অধীনে। রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে কটাক্ষ করেন তৃণমূল নেতারা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande