নয়ডায় পথ দুর্ঘটনায় নিহত এক যুবক
নয়ডা, ১৩ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। নিহতের নাম যতীন (২১)। দুর্ঘটনাটি সোমবার রাতে নয়ডার বিসরাখ থানার অন্তর্গত এলাকার একটি রাধাকৃষ্ণ মন্দিরের কাছে ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সে তাজ হাইওয়ের কাছে থাকতো।
পথ দুর্ঘটনায়


নয়ডা, ১৩ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। নিহতের নাম যতীন (২১)। দুর্ঘটনাটি সোমবার রাতে নয়ডার বিসরাখ থানার অন্তর্গত এলাকার একটি রাধাকৃষ্ণ মন্দিরের কাছে ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সে তাজ হাইওয়ের কাছে থাকতো।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , সোমবার রাতে যতীন বাড়ি ফিরছিল। সেই সময় গৌড় শহরের কাছে একটি রাধাকৃষ্ণ মন্দির পেরোনোর সময় পিছন দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তাকে । ধাক্কার অভিঘাতে গুরুতরভাবে জখম হয় ওই যুবক । স্থানীয়রাই দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে তাকে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। দুর্ঘটনার পর থেকে এখনও পলাতক ট্রাক চালক। অভিযুক্তকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande