তপসিয়া মোড়ে উল্টে গেল বাস, আহত কয়েকজন যাত্রী
কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): ফের পথ দুর্ঘটনা কলকাতায়! তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই সরকারি বাস। বাসের পিছনের দিকের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েক জন গুরুতর ভাবে জখম হয়েছেন। আহতদের ভর্তি করানো হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে
ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, হরিয়ানায় দুর্ঘটনায় আহত বহু যাত্রী


কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): ফের পথ দুর্ঘটনা কলকাতায়! তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই সরকারি বাস। বাসের পিছনের দিকের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েক জন গুরুতর ভাবে জখম হয়েছেন। আহতদের ভর্তি করানো হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে।

মঙ্গলবার সকালে বাসটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। তপসিয়া মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। চিৎকার করতে থাকেন যাত্রীরা। বাসের দরজাটি উপর দিকে উঠে যাওয়ায় প্রথমেই যাত্রীদের উদ্ধার করা যায়নি। পরে বাসের পিছনের দিকের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। গেটের সামনে আটকে ছিলেন বাসের কন্ডাক্টর। তাঁকেও উদ্ধার করে চিকিৎসার জন্য চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande