বাঁকুড়ায় গাড়ি ভর্তি এসআইআরের ৭ নম্বর ফর্ম উদ্ধার
বাঁকুড়া, ১৩ জানুয়ারি (হি.স.): সাধারণ ভোটারদের নাম কাটাতে হাজার খানেক এসআইআরের ৭ নম্বর ফর্ম (কোনও ভোটার সংক্রান্ত আপত্তি জানানোর আবেদনপত্র) গাড়িতে বিজেপি নিয়ে যাচ্ছে, এই অভিযোগে মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ার একটি গাড়ি আটক করলেন তৃণমূল কর্মীরা। পরে পুলি
বাঁকুড়ায় গাড়ি ভর্তি এসআইআরের ৭ নম্বর ফর্ম উদ্ধার


বাঁকুড়া, ১৩ জানুয়ারি (হি.স.): সাধারণ ভোটারদের নাম কাটাতে হাজার খানেক এসআইআরের ৭ নম্বর ফর্ম (কোনও ভোটার সংক্রান্ত আপত্তি জানানোর আবেদনপত্র) গাড়িতে বিজেপি নিয়ে যাচ্ছে, এই অভিযোগে মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ার একটি গাড়ি আটক করলেন তৃণমূল কর্মীরা। পরে পুলিশ তা আটক করে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, গোটা ঘটনায় বিজেপির চক্রান্ত রয়েছে। প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। যদিও খাতড়ার এক বিজেপি নেতা বলেন, অন্যায় ভাবে তৃণমূল গাড়িটি আটক করেছে। ৭ নম্বর ফর্ম খাতড়া মহকুমা শাসকের দফতরে জমা করতে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande