
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স. ) : এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল প্রাক্তন সাংসদ এবং মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোসের। একইসঙ্গে তলব করা হয়েছে তাঁর পুত্র অর্থাৎ মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকেও।
জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে হবে বালিগঞ্জ গভর্মেন্ট স্কুলে। তাঁদের পরিবারের বাকি সদস্যদেরও ডাকা হয়েছে এসআইআর শুনানিতে।
বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন মোহনবাগান সহ-সভাপতি তথা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘বাংলার একাধিক বিশিষ্টকে এসআইআর নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, সফল বাঙালী উদ্যোগপতি টুটু বোসকে (স্বপনসাধন) সপরিবার নোটিস দিয়ে ডাকল নির্বাচন কমিশন। টুটুবাবু অসুস্থ। হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব। ১৯ জানুয়ারি তাঁদের ডাকা হয়েছে। টুটু বোসকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক। নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা, বাঙালী আর বঙ্গবাসীর উপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে।’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত