নিপা আতঙ্ক, রাজ্যে ১৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : রাজ্যে নিপা ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে। দুই স্বাস্থ্যকর্মী এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার আরও ১৪ জনের নমুনা সংগ্রহের খবর মিলেছে। বর্তমানে তাঁদের একটি বেসরকারি হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। ম
নিপা আতঙ্ক, রাজ্যে ১৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ


কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : রাজ্যে নিপা ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে। দুই স্বাস্থ্যকর্মী এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার আরও ১৪ জনের নমুনা সংগ্রহের খবর মিলেছে। বর্তমানে তাঁদের একটি বেসরকারি হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। মূলত আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তি এবং প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র থাকা সন্দেহভাজনদের তালিকা তৈরি করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, নতুন করে যাঁদের ওপর নজরদারি চালানো হচ্ছে, তাঁদের মধ্যে চিকিৎসক, নার্স ও প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। সংক্রমণের বিস্তার রুখতে রাজ্য সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্ধারিত প্রোটোকল কঠোরভাবে মেনে চলার বিষয়ে রাজ্য দায়বদ্ধ বলে জানানো হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য ভবনে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে পরিস্থিতির মোকাবিলায় চারটি মূল বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে, যে সমস্ত স্বাস্থ্যকর্মী আক্রান্তদের সরাসরি সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রথম সারিতে রেখে পর্যবেক্ষণ করা। নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে বা উচ্চ ঝুঁকির সম্ভাবনা থাকলে দ্রুত নমুনা সংগ্রহ নিশ্চিত করা। কাদের এবং কতদিনের জন্য নিভৃতবাসে বা কোয়ারেন্টাইনে রাখা প্রয়োজন, তা নির্ধারণ করা। নমুনা সংগ্রহ এবং দ্রুত পরীক্ষার জন্য নির্দিষ্ট ল্যাবরেটরি চিহ্নিত করা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande