খুলে ফেলা হলো জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে সাঁটা সরস্বতী পূজার ব্যানার
ঢাকা, ১৩ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশের ঢাকায় সাভারের জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আসন্ন সরস্বতী পূজা উপলক্ষ্যে সাঁটা শুভেচ্ছা ব্যানার দুর্বৃত্তরা খুলে ফেলেছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ব্যবসায় শিক্ষা অনুষদ
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে সাঁটা সরস্বতী পূজার ব্যানার


ঢাকা, ১৩ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশের ঢাকায় সাভারের জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আসন্ন সরস্বতী পূজা উপলক্ষ্যে সাঁটা শুভেচ্ছা ব্যানার দুর্বৃত্তরা খুলে ফেলেছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ব্যবসায় শিক্ষা অনুষদ সংলগ্ন এলাকার ব্যানারগুলো আর দেখা যাচ্ছে না। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন 'সনাতন বিদ্যার্থী সংসদ' জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা উপলক্ষ্যে গত ২৩ জানুয়ারি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা ব্যানার টাঙানো হয়েছিল। কিন্তু আজ সকালে দেখা যায়, প্রধান ফটক ও ব্যবসায় শিক্ষা অনুষদ সংলগ্ন রাস্তার গুরুত্বপূর্ণ দুটি ব্যানার গায়েব হয়ে গেছে।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাশ এ ঘটনাকে 'ন্যক্কারজনক' আখ্যা দিয়ে বলেন, আমরা প্রতি বছরই উৎসবের আমেজ নিয়ে ব্যানার লাগাই। কিন্তু দুঃখজনকভাবে বারবার এমন ঘটনা ঘটছে। গত বছরও একই ঘটনা সংগঠিত হয়েছে। আমরা চাই প্রশাসন এর সুষ্ঠু তদন্ত করুক এবং দোষীদের শাস্তির আওতায় আনুক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রশিদুল আলম জানান, শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করেছেন। তবে সিসিটিভি টেকনিশিয়ান আজ অনুপস্থিত থাকায় তা সম্ভব হয়নি। আগামীকাল বুধবার টেকনিশিয়ান এলে ফুটেজ যাচাই করে দেখা হবে, ঠিক কী ঘটেছিল।

শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, ক্যাম্পাসের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কোনও নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে এ কাজ করে থাকতে পারে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রক্টরিয়াল বডির নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande