জগন্নাথ ধাম শুধুই পুরীতে, দিঘায় শুধুই জগন্নাথ মন্দির, দাবি পুরীর শঙ্করাচার্জের
গঙ্গাসাগর, ১৩ জানুয়ারি (হি. স.) : মাস দশেক আগে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। রাজ্য সরকারের তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে তুলনা করে একে জগন্নাথ ধাম বলছেন অনেকেই। কিন্তু পুরীর শঙ্করাচার্জ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মঙ্গলবার গঙ্গাসাগর
জগন্নাথ ধাম শুধুই পুরীতে, দিঘায় শুধুই জগন্নাথ মন্দির, দাবি পুরীর শঙ্করাচার্জের


গঙ্গাসাগর, ১৩ জানুয়ারি (হি. স.) : মাস দশেক আগে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। রাজ্য সরকারের তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে তুলনা করে একে জগন্নাথ ধাম বলছেন অনেকেই। কিন্তু পুরীর শঙ্করাচার্জ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মঙ্গলবার গঙ্গাসাগরে এসে এ বিষয়ে মুখ খুললেন। এদিন সাংবাদিক সম্মেলনে শঙ্করাচার্জ বলেন, জগন্নাথ মন্দির তৈরি প্রশংসনীয়, কিন্তু একে জগন্নাথ ধাম বানানো উচিৎ হয়নি।

এছাড়াও একের পর এক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে গঙ্গাসাগরে ব্রিজ তৈরি, ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার, এস আই আর সব নিয়েই মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, গঙ্গাসাগর তীর্থস্থান এটাকে পর্যটন স্থল যাতে না করা হয়।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande