


গুয়াহাটি, ১৩ জানুয়ারি (হি.স.) : অসমিয়া সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী সমর হাজরিকার শেষকৃত্য গুয়াহাটির নবগ্রহ শ্মশানে পূর্ণ রাজ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
প্ৰখ্যাত সংগীত শিল্পী সমর হাজরিকার শেষকৃত্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের বিভিন্ন স্তরের নেতা ও বিশিষ্টজনেরা শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে উপস্থিত ছিলেন। বিজেপির অসম প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী বিমল বরা, আসু-র প্রধান উপদেষ্টা ড. সমুজ্জ্বল ভট্টাচার্য সহ আরও অনেকে প্রয়াতের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রয়াত শিল্পীর অবদান স্মরণ করে দিলীপ শইকিয়া বলেন, সমর হাজরিকা ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার কালজয়ী গানগুলোকে জীবিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেন, “আজ অসমের সংগীত জগতের এক অত্যন্ত জনপ্রিয় শিল্পী ও অবদানকারী আমাদের ছেড়ে চলে গেলেন। সমর-দা এবং তাঁর প্রজন্মের অন্যান্য শিল্পীরা ভূপেন হাজরিকার সংগীত মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত করতে সক্ষম হয়েছিলেন। তাঁর অবদান পরিমাপ করা যায় না।”
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী বিমল বরা গভীর শোক প্রকাশ করে বলেন, উরুকা (মকর সংক্রান্তি)-র প্রাক্কালে এই ক্ষতির আবেগিক প্রভাব অত্যন্ত গভীর। তিনি বলেন, “আমরা যখন উরুকা উদযাপনের প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই সকালবেলায় সমর দা-র প্রয়াণের খবর আমাদের মর্মাহত করে। অসমের সাংস্কৃতিক বিকাশে হাজরিকা পরিবারের অবদান অপরিসীম। তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা ড. ভূপেন হাজরিকার পথ অনুসরণ করে তিনি ১৯৬০-এর দশকের শুরুতে সংগীতজগতে প্রবেশ করেন এবং নিজ গুণেই এক স্তম্ভে পরিণত হন।”
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস