
চন্দ্রকোনা রোড, ১৩ জানুয়ারি ( হি. স.)- :রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। চন্দ্রকোনা রোড শহরের সাতবাঁকুড়া এলাকা থেকে স্টেশনপাড়া পর্যন্ত এই মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।উল্লেখ্য, গত শনিবার পুরুলিয়া জেলায় একটি দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে চন্দ্রকোনা রোড এলাকায় শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, এই হামলার পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। ঘটনার পর সেদিন রাতেই শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অবস্থান করেন এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।মঙ্গলবারের প্রতিবাদ মিছিলে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা ঘটনার তীব্র নিন্দা জানান এবং রাজ্যে বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন। শুভেন্দু অধিকারী বলেন, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বিজেপি কখনও মেনে নেবে না। তিনি পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাকে রং চড়াচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়