
গঙ্গাসাগর, ১৩ জানুয়ারি (হি. স.) : মঙ্গলবার গঙ্গাসাগরে পূর্ণ স্নান ও বিজেপি ক্যাম্প উদ্বোধন করতে সাগরে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর তার আগে লট নাম্বার এইটে উপস্থিত হয়ে তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী যে গঙ্গাসাগর সেতুর কথা বলেছেন তা পুরোটাই মিথ্যে, সমস্তটাই ভোটের রাজনীতি, ভোট হয়ে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী ললিপপ দেখাবে। অন্যদিকে এবারে গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক চুরি ও ছিনতাই এর ঘটনা ঘটেছে তা নিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী পুলিশ বরাবরই হিন্দু মেলার ক্ষেত্রে ইনএক্টিভ।” পূর্ণার্থী আসে শুধুমাত্র গঙ্গা মাতার জন্য। অন্যদিকে তিনি এও জানান এখনও পর্যন্ত ৪৫ লক্ষ না মোট ৩০ হাজার পূর্ণার্থী এসেছে।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা