স্বামী বিবেকানন্দ মিলন মেলায় রাজ্যপাল, ঘুরে দেখলেন বিশেষ প্রদর্শনী
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.): স্বামী বিবেকানন্দ মিলন মেলার শেষ দিনে মঙ্গলবার উপস্থিত থাকলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস| মেলায় আয়োজিত বিশেষ প্রদর্শনীও এদিন ঘুরে দেখেন রাজ্যপাল। বক্তব্যও রাখেন অনুষ্ঠানে| রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস য
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন


কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.): স্বামী বিবেকানন্দ মিলন মেলার শেষ দিনে মঙ্গলবার উপস্থিত থাকলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস| মেলায় আয়োজিত বিশেষ প্রদর্শনীও এদিন ঘুরে দেখেন রাজ্যপাল। বক্তব্যও রাখেন অনুষ্ঠানে| রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস যুবসমাজের উদ্দেশে বলেন, পরিস্থিতি যতই কঠিন হোক, কর্মই পরম ধর্ম। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আত্মবিশ্বাস হারানো চলবে না। পাশাপাশি তিনি নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও তুলে ধরেন এদিন| রামকৃষ্ণ মঠ ও মিশনে তাঁর যাওয়ার কথা, স্বামী বিবেকানন্দের বাণী তাঁকে প্রভাবিত করেছিল, দর্শক ও শ্রোতাদের কাছে সেগুলো উপস্থাপন করেন রাজ্যপাল|

উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ মিলন মেলার আয়োজক বিবেকানন্দ পাঠচক্র| সহযোগিতায় সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের তত্ত্বাবধানে ৯ থেকে ১৩ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মোৎসব উদযাপনের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষেই আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ মিলন মেলার|

মঙ্গলবার অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্বামীজীর পৈতৃক আবাসের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ| এদিন তিনি জীবে প্রেমের মধ্য দিয়ে ঈশ্বর লাভের কথা এবং তরুণ প্রজন্মকে নতুন উদ্যমে জাগ্রত হওয়ার বার্তা দেন। এদিন ছিল সংস্কার ভারতী, হাওড়া নগর জেলার পরিবেশনায় গীতিআলেখ্য| অখণ্ড বন্দেমাতরম গায়ন-ও পরিবেশিত হয়| এছাড়াও ছিল বিবেক-প্রজ্ঞা বৃত্তি প্রদান ও অন্যান্য অনুষ্ঠান|

প্রসঙ্গত, পাঁচ দিনব্যাপী স্বামী বিবেকানন্দ মিলন মেলায় সংস্কার ভারতীর বিভিন্ন জেলার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ছিল বিভিন্ন অনুষ্ঠান, যুব সম্মেলন, আলোচনা সভা প্রভৃতি|

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande