কুলটিতে খোলামুখ খনিতে ধস নেমে  মর্মান্তিক মৃত্যু ৩ জনের
কুলটি, ১৩ জানুয়ারি (হি. স.) : আসানসোলের কুলটিতে খোলামুখ খনিতে ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। মঙ্গলবার সকালে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে । জানা গেছে, ওই এলাকায় বিসিসিএলের খোলামুখ কয়লা খনি রয়েছ
কুলটিতে খোলামুখ খনিতে ধস নেমে  মর্মান্তিক মৃত্যু ৩ জনের


কুলটি, ১৩ জানুয়ারি (হি. স.) : আসানসোলের কুলটিতে খোলামুখ খনিতে ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। মঙ্গলবার সকালে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ।

জানা গেছে, ওই এলাকায় বিসিসিএলের খোলামুখ কয়লা খনি রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই খনিতেই কয়েকজন যুবক নেমেছিলেন। এদিন সকালে খোলামুখ খনির ভিতর ধস নামে। মাটি চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা।

কিছু সময়ের মধ্যেই বিসিসিএলের কর্মী, নিরাপত্তা রক্ষীরাও সেখানে পৌঁছে যান। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। তিনজনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খনিতে আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে ওই ঘটনা ঘটল, সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে|

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande