
গুয়াহাটি, ১৩ জানুয়ারি (হি.স.) : ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর এবং কোক স্টুডিও ভারত কনসার্ট উপলক্ষ্যে আজ মঙ্গলবার গুয়াহাটি জুড়ে যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেছে ট্রাফিক পুলিশ।
ক্রীড়াক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অসম। প্রথমবারের মতো রাজ্যে আসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতীক ফিফা বিশ্বকাপ ট্রফি। ফিফা ট্রফির আগমন ফুটবলপ্রেমী ও তরুণ ক্রীড়াবিদদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আজ ১৩ জানুয়ারি গুয়াহাটিতে আসছে ঐতিহ্যবাহী এই ট্রফি। এদিন বিকাল ৩.০০টা থেকে বর্ষাপাড়া স্টেডিয়ামে জনসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এতে ফুটবলপ্রেমীরা কাছ থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া ট্রফি দেখার বিরল সুযোগ পাবেন।
রাত ৮.৩০ মিনিটে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ট্রফি প্রদর্শনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া এর আমেজ বাড়াতে বিকাল ৩.০০টা থেকে কোক স্টুডিও ভারত কনসার্ট মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চে জনপ্রিয় শিল্পী শঙ্কুরাজ এবং রিতো রিবা সহ আরও অনেকে তাঁদের কলা পরিবেশন করার কথা।
এদিকে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর এবং কোক স্টুডিও ভারত কনসার্ট উপলক্ষ্যে গুয়াহাটি শহরে যানবাহন চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন ডেপুটি কমিশনার অব পুলিশ (ট্রাফিক)। ডিসিপির দফতর থেকে জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিধিনিষেধের উদ্দেশ্য জননিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে শিশু, ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মতো ঝুঁকিপূর্ণ পথচারীদের সুরক্ষার পাশাপাশি জরুরি যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের পণ্যবাহী বাণিজ্যিক যান এবং ধীরগতির যান চলাচল নিষিদ্ধ থাকবে। এই সড়কগুলির মধ্যে রয়েছে বিকে কাকতি রোড, একে আজাদ রোড, একে দেব রোড, কুলা বাসুমতারি রোড (বর্ষাপাড়া স্টেডিয়াম রোড), ড. ভূপেন হাজরিকা পথ, মরা ভরলু রোড, রাজীব গান্ধী পথ (জ্যোতিকুচি পর্যন্ত), এফএ রোড, ধোপোলিয়া রোড, বিষ্ণুপুর রোড, আরকেসি রোড, বিরুবাড়ি-জিএমসি রোড এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রোড।
বিজ্ঞপ্তিতে ট্রাফিক পুলিশের ডিসি আরও জানিয়েছেন, সকাল ১১টা থেকে একে আজাদ রোড লালগণেশ তিনিয়ালি থেকে সাইকেল ফ্যাক্টরি তিনিয়ালি পর্যন্ত একমুখী (ওয়ান-ওয়ে) হিসেবে চালু থাকবে। লখরা চারিয়ালি থেকে আর্যনগরের দিকে আগত কার পাসবিহীন যানবাহনগুলিকে লালগণেশ তিনিয়ালিতে ঘুরিয়ে হায়াত হাসপাতাল হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রোডের দিকে পাঠানো হবে।
একইভাবে, কুলা বসুমতারি রোড (বর্ষাপাড়া রোড) বর্ষপাড়া তিনিয়ালি থেকে ধীরেনপাড়া তিনিয়ালি পর্যন্ত একমুখী থাকবে এবং শুধুমাত্র বৈধ কার পাসধারী যানবাহন চলাচলের অনুমতি পাবে। বিপরীত দিক থেকে কোনও যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ড্রপ-অফ পাসধারী যানবাহন বর্ষাপাড়া তিনিয়ালির আগে অথবা ধীরেনপাড়া তিনিয়ালিতে যাত্রী নামিয়ে নির্ধারিত পার্কিং স্থানে গাড়ি পার্ক করতে হবে।
মরা ভরলু রোডে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। ড. ভূপেন হাজরিকা রোডে যান চলাচল শুধুমাত্র শ্যামমন্দির পর্যন্ত অনুমোদিত থাকবে। সেখান থেকে যানবাহনকে একে দেব রোড ও বনাবাসু রোড হয়ে গণেশপাড়া তিনিয়ালির দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এসিএ স্টেডিয়ামের দিক থেকে কোনও প্রবেশের অনুমতি থাকবে না।
কুলা বসুমতারি রোড, একে আজাদ রোড এবং একে দেব রোডের দু-পাশেই পার্কিং নিষিদ্ধ থাকবে। তবে চম্পাবতী হাইস্কুল থেকে গড়চুক এবং দক্ষিণগাঁও তিনিয়ালি থেকে এনইএফ কলেজ পর্যন্ত কিছু নির্দিষ্ট অংশে এক পাশে সীমিত সমান্তরাল পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে।
এছাড়া, একে দেব রোড এবং একে আজাদ রোড দিয়ে আগত হালকা গাড়ি ও মোটর সাইকেলের জন্য ট্রাফিক পুলিশ একাধিক পার্কিং স্থান নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে রোলিং মিল মাঠ, দাঁতালপাড়া মাঠ, চম্পাবতী মাঠ, আমবাড়ি শিশু বিদ্যালয়, আর্য বিদ্যাপীঠ কলেজ মাঠ এবং রঙপথার বিহুতলি
স্টেডিয়ামে প্রবেশের জন্য মোট ছয়টি গেট নির্ধারণ করা হয়েছে। গেট নম্বর ১এ ফিফা বিশ্বকাপ ট্রফি ও ফিফা কর্মকর্তাদের জন্য সংরক্ষিত থাকবে, আর গেট নম্বর ১বি ব্যবহার করবেন কার পাসধারীরা। অন্যান্য গেটগুলি কুলা বসুমতারি রোড, আরজি বরুয়া পথ, রোলিং মিল রোড ও ড. ভূপেন হাজরিকা রোডের দিকে অবস্থিত এবং প্রতিটি গেটের জন্য নির্দিষ্ট প্রবেশপথ নির্ধারিত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গেট নম্বর ১বি দিয়ে প্রবেশ করা ভিআইপি যানবাহন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারবে না। অনুষ্ঠান শেষে স্টেডিয়ামের ভেতরে পার্ককৃত যানবাহনগুলোকে নির্ধারিত বহির্গমন পথ দিয়ে বের করে দেওয়া হবে এবং সেই সময় কুলা বসুমতারি রোডে কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছেন, এই বিধিনিষেধ থেকে জরুরি ও অত্যাবশ্যক পরিষেবাগুলি যেমন অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি, অক্সিজেন সিলিন্ডার ও জীবনরক্ষাকারী ওষুধ বহনকারী যানবাহন, স্কুল বাস, দুধের ভ্যান এবং স্থানীয় বাসিন্দাদের যানবাহন।
ট্রাফিক পুলিশ নাগরিকদের অনুরোধ করেছে, তাঁরা যেন আগেভাগে নিজেদের যাত্রাপথ পরিকল্পনা করেন এবং অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনার জন্য দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মীদের সঙ্গে সহযোগিতা করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস