বর্ধমান-কাটোয়া লাইনে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স. ): সাতসকালে বর্ধমান-কাটোয়া শাখায় সিগন্যাল বিভ্রাটে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ সূত্রে খবর। বর্ধমান থেকে ৮ ট
বর্ধমান-কাটোয়া লাইনে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা


কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স. ):

সাতসকালে বর্ধমান-কাটোয়া শাখায় সিগন্যাল বিভ্রাটে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ সূত্রে খবর।

বর্ধমান থেকে ৮ টা বেজে ৫০ মিনিটে কাটোয়াগামী লোকালটি ছাড়ে। কিন্তু সিগন্যাল বিভ্রাটের কারণে পথে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এর ফলে ট্রেনটি কাটোয়া স্টেশনে পৌঁছায় প্রায় ৯টা ২৫ মিনিট নাগাদ। এই দেরির সরাসরি প্রভাব পড়ে কাটোয়া থেকে বর্ধমানগামী লোকাল ট্রেনের উপরও।

ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে না পারায় ৯টা ৩০ মিনিট পর্যন্ত কাটোয়া স্টেশনেই দাঁড়িয়ে থাকে। স্বাভাবিকভাবেই প্রবল সমস্যায় পড়েন অফিসযাত্রী, পড়ুয়া ও দিনমজুররা। অনেকেই কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে দেরিতে পৌঁছনোর আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande