
কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁরা বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ওই হাসপাতালের আইসিইউ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের শারীরিক অবস্থার অবনতি না হলেও এখনও পর্যন্ত কোনও উন্নতির লক্ষণ দেখা যায়নি।
একই সঙ্গে ওই হাসপাতালে সংক্রমণ রুখতে ডাক্তার, নার্স থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী এবং রোগীর পরিজন—সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়াও, আক্রান্ত দুই নার্সের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের পিপিই কিট পরে আইসোলেশন ওয়ার্ডে ঢুকতে হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ