অনূর্ধ্ব - ২৩, বাংলার পুরুষ দল ঘোষিত, খেলা - মুম্বইয়ে ২৩-২৬ জানুয়ারি
কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু অনূর্ধ্ব - ২৩, ট্রফিতে বাংলার দল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও জানানো হয়েছে যে, শশাঙ্ক সিং( অধিনায়ক) বাংলা দলের নেতৃত্বে রয়েছ
অনূর্ধ্ব - ২৩, বাংলা দল ঘোষণা করা হয়েছে


কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু অনূর্ধ্ব - ২৩, ট্রফিতে বাংলার দল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও জানানো হয়েছে যে, শশাঙ্ক সিং( অধিনায়ক) বাংলা দলের নেতৃত্বে রয়েছে। এছাড়াও দলের অন্যান্য সতীর্থদের মধ্যে - আয়ূশ কুমার সিং মিলিন্দ মন্ডল, প্রভাত মৌর্য, আত্মজা মন্ডল, চন্দ্রহাস দাশ প্রয়াস রায় বর্মণ, সৌম্যদীপ মান্না ও অভিপ্রাই বিশ্বাস (উইকেট রক্ষক) বিশাল ভাতি, অগস্ত্য শুক্লা, রবি কুমার, সুখমীত সিং, সৈয়দ ইরফান আফতাব যুধাজিৎ গুহ, রোহিত, ইরশাদ আলম এবং জীত কুমার নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, অনূর্ধ্ব - ২৩ পুরুষ দল আগামী ২৩-২৬ জানুয়ারি খেলবে মুম্বইয়ের মহারাষ্ট্রে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande