ঝাঁসিতে পুলিশে রদবদল, দায়িত্ব পরিবর্তন হলো ৮ সাব-ইন্সপেক্টরের
ঝাঁসি, ১৩ জানুয়ারি (হি. স.) : উত্তর প্রদেশের ঝাঁসি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে একযোগে ৮ জন সাব-ইন্সপেক্টরের কর্মক্ষেত্র পরিবর্তন করলেন সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিবিজিটিএস মূর্তি। সোমবার গভীর রাতে এই বদলির নির্দেশ
ঝাঁসিতে পুলিশে রদবদল, দায়িত্ব পরিবর্তন হলো ৮ সাব-ইন্সপেক্টরের


ঝাঁসি, ১৩ জানুয়ারি (হি. স.) : উত্তর প্রদেশের ঝাঁসি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে একযোগে ৮ জন সাব-ইন্সপেক্টরের কর্মক্ষেত্র পরিবর্তন করলেন সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিবিজিটিএস মূর্তি। সোমবার গভীর রাতে এই বদলির নির্দেশ জারি করা হয়েছে।

এসএসপি-র নির্দেশ অনুযায়ী, পুলিশ প্রশাসনে স্বচ্ছতা ও কাজের গতি বাড়াতে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সন্ত প্রকাশ ত্রিপাঠীকে ববিনা থানা থেকে সরিয়ে তাঁকে নৈনাগড় চৌকি ইনচার্জ করা হয়েছে। স্বাতী শুক্লাকে নৈনাগড় চৌকি থেকে সরিয়ে কিলা চৌকি ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। ভগত সিংকে কিলা চৌকি থেকে সরিয়ে ববিনা থানায় বদলি করা হয়েছে। অঙ্কুর কুমারকে নওয়াবাদ থানা থেকে সরিয়ে করবই থানায় পাঠানো হয়েছে। নিখিল কুমারকে মসিহা গঞ্জ চৌকি থেকে সরিয়ে বিশ্ববিদ্যালয় চৌকি ইনচার্জ করা হয়েছে। নবীন কুমার তিওয়ারিকে বিশ্ববিদ্যালয় চৌকি থেকে সরিয়ে মউ রানিপুর থানায় বদলি করা হয়েছে। সাজেশ কুমারকে নওয়াবাদ থানা থেকে সরিয়ে তাঁকে মসিহা গঞ্জ চৌকি ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। পবন জয়সওয়ালকে পুলিশ লাইন থেকে সরিয়ে নওয়াবাদ থানায় নিযুক্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande