
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি. স.) : দুই দিনের সফরে বুধবার তামিলনাড়ু যাচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন। ১৪ ও ১৫ জানুয়ারি এই সফরকালে তিনি রাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি সচিবালয়ের পক্ষ থেকে এই সফরের বিস্তারিত সূচি জানানো হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি উপরাষ্ট্রপতি তিরুপুর জেলায় সাধারণ মানুষের সঙ্গে তামিলনাড়ুর ঐতিহ্যবাহী উৎসব 'থাই পঙ্গল'-এ শামিল হবেন। উৎসবের মেজাজে অংশ নেওয়ার পর তাঁর গন্তব্য হবে কোয়েম্বাটুর। সেখানে তিনি কেএমসিএইচ ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও ওপিডি ব্লক এবং কেএমসিএইচ মেডিক্যাল কলেজ পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের উদ্বোধন করবেন।
সফরের দ্বিতীয় দিনে কোয়েম্বাটুরের কোডিসিয়া হলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রী রামকৃষ্ণ হাসপাতালের সুবর্ণ জয়ন্তী (৫০ বছর) এবং রামকৃষ্ণ ডেন্টাল কলেজ ও হাসপাতালের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি।
হিন্দুস্থান সমাচার / সোনালি