
কলকাতা, ১৩ জানুয়ারি ( হি. স.)- প্রায় কুড়ি বছর আগে ইউক্রেন ও রাশিয়া থেকে ভারতে এসে বসবাস শুরু করা দুই মহিলা এবার দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করলেন। তাঁরা দু’জনেই মায়াপুর ইসকনের ভক্ত এবং দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে বসবাস করছেন। এত বছর ধরে বিভিন্নভাবে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করলেও তা বাস্তবায়িত হয়নি। তবে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর হওয়ার পর তাঁরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন এবং সম্প্রতি নাগরিকত্ব পান।নাগরিকত্ব পাওয়ার পর এবার ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে মঙ্গলবার তাঁরা কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আসেন। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত পরামর্শ নেন তাঁরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁদের আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং নিয়মাবলি সম্পর্কে স্পষ্ট দিশানির্দেশ দেওয়া হয়। কমিশন সূত্রে জানানো হয়েছে, নিয়ম মেনে আবেদন করা হলে তাঁদের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করা হবে।ওই দুই মহিলা জানান, ভারতকে তাঁরা তাঁদের দ্বিতীয় নয়, একমাত্র মাতৃভূমি হিসেবে গ্রহণ করেছেন। দীর্ঘদিন এই দেশে থেকে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পর নাগরিকত্ব পাওয়াকে তাঁরা জীবনের এক বড় প্রাপ্তি বলে মনে করছেন। ভোটাধিকার পেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারার সুযোগ মিলবে বলেও তাঁরা আশাবাদী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়