
মাদ্রিদ, ১৩ জানুয়ারি (হি.স.): ম্যানচেস্টার সিটির কাছে ২-১এ হেরে যাওয়ার পর গুঞ্জনটা চলছিল। সেটা বাস্তবায়িত হল সোমবার বার্সিলোনার কাছে হেরে যাওয়ার পর। কোচের পদ থেকে বরখাস্ত হলেন রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো।
বার্সিলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২এ হেরে তার কপাল পুড়ল।
সোমবার ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, দু পক্ষের সমঝোতায় শাবি আলোনসোকে সরানো হয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘শাবি আলোনসো সবসময় রিয়াল মাদ্রিদের ভক্তের ভালোবাসা এবং প্রশংসা পাবে। কারণ, সে রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি এবং সর্বদা আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছে। রিয়াল মাদ্রিদ সর্বদা তার বাড়ি হয়ে থাকবে।’
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি