
মির্জাপুর, ১৩ জানুয়ারি (হি.স.): পারিবারিক গোলমালের কারণে বচসা বেধেছিল সৎ মা আর সৎ ভাইয়ের সঙ্গে। তার জেরে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে খুন করল এক যুবক। উত্তর প্রদেশের মির্জাপুরে মঙ্গলবার ভোরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম রাহুল গুপ্ত (৩৫)। সে তার সৎ মা ঊষা (৫০) এবং সৎ ভাই আয়ুষ গুপ্তকে (৩০) খুন করে তাঁদের দেহ লুকিয়ে ফেলার চেষ্টায় ছিল। কিন্তু আশপাশের লোকজন সতর্ক হয়ে গিয়ে পুলিশে খবর দেয়। রাহুলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ