
বিশালগড় (ত্রিপুরা), ১৩ জানুয়ারি (হি.স.) : সীমান্ত এলাকায় সক্রিয় চোরাকারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় সিপাহীজলা জেলার পুরাথল পঞ্চায়েতের প্রধান ও ১৬/১ বিশালগড় বুথ সভাপতির উপর ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে। গরু পাচার, রোহিঙ্গা পাচার, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটের মত বেআইনি কারবার বন্ধ করতে সক্রিয় ভূমিকা নেওয়ায় চোরাকারবারিরা তাঁদের প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগ।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে পুরাথল পঞ্চায়েতের প্রধানের স্বামী মিঠুন দাস ও বিজেপি বুথ সভাপতি জীবন চন্দ্র দত্তের উপর শুকলাল মজুমদার, তার ছেলে অভিষেক মজুমদার এবং প্রসেনজিৎ দেববর্মা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। কোনরকমে তাঁরা প্রাণে রক্ষা পান। ঘটনার পর মোবাইল ফোনে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ, যা মধুপুর থানাকে জানানো হয়।
এরপর মঙ্গলবার সকালে ঘটনার বিষয়ে আলোচনা করতে প্রধান ও বুথ সভাপতি একসঙ্গে রাস্তায় বের হলে ফের শুকলাল মজুমদার তাঁদের উপর চড়াও হয়। অভিযোগ অনুযায়ী, সে সময় প্রধানের স্বামী মিঠুন দাসকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করা হয়।
পরবর্তীতে মিঠুন দাস ও বুথ সভাপতি জীবন চন্দ্র দত্ত লিখিত অভিযোগ দায়ের করেন মধুপুর থানায়। সীমান্ত চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশ কী ধরনের আইনগত ব্যবস্থা নেয়, সেদিকেই এখন নজর রয়েছে এলাকার মানুষের। চোরাকারবারিদের দৌরাত্ম্যে পুরাথল পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত ও নাজেহাল হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ