শিলিগুড়িতে তিন যুবককে ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার মামা-ভাগ্নে
​শিলিগুড়ি, ১৩ জানুয়ারি (হি. স.) : শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া থানার অনিল নগর এলাকায় সোমবার গভীর রাতে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মত্ত অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মামা ও ভাগ্নের ব
শিলিগুড়িতে তিন যুবককে ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার মামা-ভাগ্নে


​শিলিগুড়ি, ১৩ জানুয়ারি (হি. স.) : শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া থানার অনিল নগর এলাকায় সোমবার গভীর রাতে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মত্ত অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মামা ও ভাগ্নের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে অভিযুক্তরা মত্ত অবস্থায় এলাকায় গালিগালাজ করছিল। ওই সময় পতিরামজোত এলাকার তিন যুবক— আদিত্য রায় (২২), শুভজিৎ সিং (২২) এবং চয়ন দাস (২১) এর প্রতিবাদ করেন। অভিযোগ, গালিগালাজে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মামা ও ভাগ্নে ধারালো অস্ত্র নিয়ে ওই তিন যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনজনেই|

জানা গেছে, ​আদিত্য রায় (২২)- এর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ​শুভজিৎ সিং (২২) ও চয়ন দাস (২১) গুরুতর জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতদের পরিবারের দাবি, ধৃতদের বিরুদ্ধে আগেও এলাকায় অশান্তি করার এবং প্রতিবেশীদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ রয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। সোমবার রাতে সামান্য প্রতিবাদ করায় তারা এই প্রাণঘাতী হামলা চালায়। ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে।

​ঘটনার খবর পাওয়ামাত্রই মাটিগাড়া থানার পুলিশ এলাকায় পৌঁছায় এবং রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত ধীরজ চৌধুরী (৩৫) ও আশিস ঠাকুর (১৯) - কে গ্রেফতার করেছে।

​​পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এবং ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ​নিগৃহীত পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande