
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ১৩ জানুয়ারি (হি.স.) : ১৮ বছরের কম বয়স হওয়ায় একাদশ শ্রেণিতে পাঠরত এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিল চাইল্ড হেল্প লাইনের সহযোগিতায় ধর্মনগর মহকুমা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।
জানা যায়, ফোন মারফত চাইল্ড হেল্প লাইনে খবর আসে যে উক্ত এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের প্রায় ১৭ বছর ৬ মাস বয়সী কন্যা সন্তানের বিয়ে নির্ধারিত হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চাইল্ড হেল্প লাইন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ধর্মনগর মহকুমা প্রশাসনকে অবগত করে।
খবর পাওয়ার পর ধর্মনগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট (ডিসিএম) তনুজিৎ সাহার নেতৃত্বে একটি যৌথ দল গঠন করা হয়। দলে ছিলেন চাইল্ড হেল্প লাইনের কাউন্সিলার ঋতুপর্ণা ধর, ডিস্ট্রিক্ট সুপারভাইজার পৃথ্বীরাজ চন্দ, চাইল্ড লাইনের কেস ওয়ার্কার অসীম দে এবং চুড়াইবাড়ি থানার পুলিশ। অভিযানে মহিলা সাব-ইন্সপেক্টর ও টিএসআর জওয়ানরাও অংশ নেন।
যৌথ দলটি পূর্ব ফুলবাড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকায় নিজাম উদ্দিনের বাড়িতে পৌঁছালে দেখা যায়, সেই সময় নাবালিকার বাবা-মা বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে প্রশাসনের আধিকারিক, পুলিশ ও চাইল্ড হেল্প লাইনের কর্মীরা নাবালিকার সঙ্গে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে নাবালিকার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনভাবেই তার বিয়ে দেওয়া হবে না। এই মর্মে নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অঙ্গীকারনামা ধর্মনগর মহকুমা প্রশাসন ও চাইল্ড হেল্প লাইনের হাতে তুলে দেওয়া হয়।
প্রশাসনের এই দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপে এলাকাজুড়ে প্রশংসার সুর শোনা যাচ্ছে। সচেতন মহলের মতে, বাল্যবিবাহ রোধে প্রশাসন ও চাইল্ড হেল্প লাইনের এমন উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ