
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): কুইক কমার্স পরিষেবায় আর থাকছে না ১০ মিনিটের ডেলিভারি৷ মঙ্গলবার জানা গিয়েছে, ধারাবাহিক হস্তক্ষেপের পর কেন্দ্রীয় সরকার দেশের প্রধান ডেলিভারি সংস্থাগুলিকে বাধ্যতামূলক ১০ মিনিটের ডেলিভারির সময়সীমা তুলে নিতে বলেছেন এবং সংস্থাগুলি তাতে রাজি হয়েছে। এই বিষয়ে জানিয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা|
এদিন রাঘব চাড্ডা জানান, সত্যমেব জয়তে। আমরা একসঙ্গে জিতেছি। কুইক-কমার্স প্ল্যাটফর্মগুলো থেকে ‘১০ মিনিটের ডেলিভারি’ ব্র্যান্ডিং অপসারণ কার্যকর করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সময়োপযোগী, সিদ্ধান্তমূলক এবং সহানুভূতিশীল হস্তক্ষেপের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ, কারণ যখন একজন ডেলিভারি কর্মীর টি-শার্ট/জ্যাকেট/ব্যাগে ‘১০ মিনিট’ লেখা থাকে এবং গ্রাহকের স্ক্রিনে একটি টাইমার চলতে থাকে, তখন চাপটি বাস্তব, অবিরাম এবং বিপজ্জনক হয়ে ওঠে। এই পদক্ষেপটি ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। গত কয়েক মাস ধরে আমি শত শত ডেলিভারি পার্টনারের সঙ্গে কথা বলেছি। অনেকেই অতিরিক্ত পরিশ্রান্ত, কম বেতন পান এবং একটি অবাস্তব প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করছেন। আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি প্রত্যেক নাগরিককে ধন্যবাদ জানাই - আপনারা দৃঢ়ভাবে মানুষের জীবন, নিরাপত্তা ও মর্যাদার পক্ষে দাঁড়িয়েছেন। প্রত্যেক গিগ কর্মীকে বলছি - আপনারা একা নন, আমরা সবাই আপনাদের সাথে আছি।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে গিগ কর্মীদের কাজের পরিস্থিতি নিয়ে জনসমক্ষে ব্যাপক বিতর্ক ও আলোচনা হয়েছে। সংসদের সাম্প্রতিক অধিবেশনে, আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা ভারতের গিগ কর্মীদের 'কষ্ট ও দুর্দশা' নিয়ে কথা বলেছেন৷ রাঘব চাড্ডার বক্তব্য, যারা প্রচণ্ড চাপের মধ্যে এবং কখনও কখনও প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতিতে কাজ করেন, তাঁদের কঠিন লড়াই সামনে আসে। রাঘব চাড্ডা কুইক কমার্স এবং অন্যান্য অ্যাপ-ভিত্তিক ডেলিভারি ও পরিষেবা ব্যবসার জন্য সুনির্দষ্ট বিধি প্রণয়নের দাবি জানান এবং গিগ কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ