'ফোন পে'-র সূত্র ধরে ঝাড়গ্রামে লক্ষাধিক টাকার ছিনতাইয়ের কিনারা, পুলিশি জালে ৫ দুষ্কৃতী
​ঝাড়গ্রাম, ১৩ জানুয়ারি (হি. স.) : মাত্র সাত দিনের মাথায় ঝাড়গ্রামের জামবনি থানা এলাকার বড়সড় ছিনতাইয়ের ঘটনার রহস্যভেদ করল পুলিশ। আধুনিক প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে আন্তঃরাজ্য এই ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার
'ফোন পে'-র সূত্র ধরে ঝাড়গ্রামে লক্ষাধিক টাকার ছিনতাইয়ের কিনারা, পুলিশি জালে ৫ দুষ্কৃতী


​ঝাড়গ্রাম, ১৩ জানুয়ারি (হি. স.) : মাত্র সাত দিনের মাথায় ঝাড়গ্রামের জামবনি থানা এলাকার বড়সড় ছিনতাইয়ের ঘটনার রহস্যভেদ করল পুলিশ। আধুনিক প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে আন্তঃরাজ্য এই ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ঝাড়গ্রামের এসডিপিও সামিম বিশ্বাস এই সাফল্যের কথা জানান।

​তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের বড়শোল এলাকার একটি ধাবায় খাবার খেয়েছিল। সেখানে তারা নগদ টাকার বদলে 'ফোন -র মাধ্যমে বিল মেটায়। এই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। এছাড়া ঝাড়গ্রাম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত প্রায় ৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ১০টি ফুটেজ থেকে দুষ্কৃতীদের নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়।

​পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হল সুনীল কৈবর্ত্য ওরফে রকি( ২৩)। বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের যাদুগোড়া থানার রুয়াম গ্রামে। শম্ভু পাল ওরফে রাজু( ৩০)। বাড়ি জামবনি থানার মুড়াকাটি গ্রামে। শুভজিৎ সরকার ওরফে শুভ( ৩০)। বাড়ি ঝাড়গ্রাম থানার জামদা এলাকায়। রোহিত কুমার শর্মা( ৩২) । বাড়ি ঝাড়খণ্ডের বার্মা মাইন থানার রেলওয়েস কলোনি। মোহন কিস্কু(২৮), ঝাড়খণ্ড রাজ্যের যাদুগোড়া থানার তিলতানাস এলাকায়।ধৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

​পুলিশি তদন্তে জানা গেছে, শুভজিৎ সরকার ব্যাংকে সাধারণ মানুষকে সাহায্য করার নাম করে তথ্য হাতিয়ে নিত। জামবনির বাসিন্দা শম্ভু পাল সিএসপি সেন্টারের মালিক সুব্রত সিংহের গতিবিধির ওপর নজর রাখত এবং পালানোর রাস্তা দেখিয়ে দিয়েছিল।

​গত ৬ জানুয়ারি জামবনির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা তুলে ফেরার পথে ঘোং-এর জঙ্গলে সুব্রত সিংকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই করা হয়।

​গত ৮ জানুয়ারি ঝাড়খণ্ডের ঘাটশিলায় বসে তারা টাকা ভাগ করে নেয়। রোহিত, রকি ও মোহন ৬৫ হাজার টাকা করে এবং শম্ভু ও শুভজিৎ ৪৫ হাজার টাকা করে নেয়।

​পুলিশি অভিযান ও বর্তমান পরিস্থিতি

​এসডিপিও সামিম বিশ্বাসের নেতৃত্বে জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক এবং পুলিশ বাহিনী ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। একটি বাইক বাজেয়াপ্ত করা হলেও ছিনতাই হওয়া ২ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande