
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৩ জানুয়ারি (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়ার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, মুঙ্গিয়াকামী বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, তেলিয়ামুড়া বিএসি চেয়ারম্যান ভানলাল রাঙ্খল, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্মল সূত্রধর, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ-সহ অন্যান্যরা।
উদ্বোধনী ভাষণে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, পৌষ সংক্রান্তি মেলা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনক্ষেত্র। ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ ও ‘বিকশিত ত্রিপুরা’ গড়ে তোলার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। পাশাপাশি যুব সমাজকে নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার পরামর্শ দেন মন্ত্রী। তিনি আরও জানান, আগামী বছর থেকে চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলাকে দু’দিনব্যাপী আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। তিনি লোকসংস্কৃতিনির্ভর এই ধরনের মেলার মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন মুঙ্গিয়াকামী বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা-সহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলার আহ্বায়ক তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব।
অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি দফতরের স্টলগুলির উদ্বোধন করেন। মেলায় কৃষি, মৎস্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, প্রাণীসম্পদ বিকাশ, মুঙ্গিয়াকামী ও তেলিয়ামুড়া আরডি ব্লক, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, অগ্নিনির্বাপণ দফতর, স্বাস্থ্য দফতর ও পুলিশ প্রশাসনসহ মোট ২০টি স্টল খোলা হয়। অতিথিরা স্টলগুলি ঘুরে দেখেন।
এদিকে, মেলাকে কেন্দ্র করে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সারা রাতব্যাপী স্থানীয় ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ