
আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : বিজেপি মানুষের পাশে থেকে, মাঠে-ঘাটে নেমে রাজনীতি করে। আর বিরোধীরা রাজনীতি করে ফোন ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে—এইটাই মূল পার্থক্য। মঙ্গলবার বিজেপি-এর ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের অন্তর্গত ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
মকর সংক্রান্তির প্রাক্কালে মঙ্গলবার ৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কমিটির উদ্যোগে দশমীঘাট এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, মণ্ডল সভাপতি সহ বিজেপি-এর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই বলছেন শীত কমে গেছে, তাই এখন শীতবস্ত্র দিয়ে কি লাভ। কিন্তু শীতবস্ত্র সংগ্রহ করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়, যার জন্য কিছুটা সময় লাগে। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ শুধু মানুষকে খুশি করার জন্য নয়, এর মাধ্যমে আমরাও মানসিকভাবে তৃপ্তি পাই। সামাজিক সেবামূলক কাজে যুক্ত থাকলে শরীর ও মনের মধ্যে ‘ফিল গুড’ অনুভূতি তৈরি হয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর কথা বলেন। এটি শুধু কথার কথা নয়, বাস্তব জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এই লক্ষ্য পূরণ করা সম্ভব। বিজেপি-এর মূল ধর্মই হল সেবা, আর সেই সেবার মধ্যেই আমরা থাকতে চাই। আগামীদিনেও এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি বলেন, সরকার কখনও উশৃঙ্খলতাকে প্রশ্রয় দেয় না। সকলকে শৃঙ্খলার সঙ্গে, মানুষের মত করে চলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তা না হলে অভিভাবক হিসেবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও সতর্ক করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে বর্তমানে শান্তির পরিবেশ ফিরে এসেছে। বিরোধীরা নানা কথা বললেও বাস্তবে তাদের মানুষের সঙ্গে কোন যোগাযোগ নেই। তারা ফোন ও প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজনীতি করে, আর বিজেপি মানুষের সঙ্গে থেকে রাজনীতি করে—এইটাই মূল পার্থক্য।
অনুষ্ঠানে ৩৪ নম্বর ওয়ার্ড এলাকার প্রচুর সংখ্যক দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের এই মরশুমে শীতবস্ত্র পেয়ে খুশি হন উপকৃতরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ