শিলিগুড়িতে সবজির আড়ালে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা, বাজেয়াপ্ত গাড়ি
​শিলিগুড়ি, ১৩ জানুয়ারি (হি. স.) : সবজি বোঝাই গাড়িতে করে গোপনে ভিনরাজ্যে মদ পাচারের অভিনব ছক রুখে দিল পুলিশ। সোমবার গভীর রাতে শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় অভিযান চালিয়ে একটি পণ্যবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে শিলিগুড়ি পুলিশের খাল
শিলিগুড়িতে সবজির আড়ালে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা, বাজেয়াপ্ত গাড়ি


​শিলিগুড়ি, ১৩ জানুয়ারি (হি. স.) : সবজি বোঝাই গাড়িতে করে গোপনে ভিনরাজ্যে মদ পাচারের অভিনব ছক রুখে দিল পুলিশ। সোমবার গভীর রাতে শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় অভিযান চালিয়ে একটি পণ্যবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে শিলিগুড়ি পুলিশের খালপাড়া ফাঁড়ির আধিকারিকরা।

​পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে যে একটি সবজি বোঝাই গাড়িতে করে অবৈধভাবে বিপুল পরিমাণে মদ নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতে খালপাড়া পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল বর্ধমান রোডে ওৎ পেতে থাকে। একটি সন্দেহভাজন পণ্যবাহী গাড়িকে আটক করে তল্লাশি চালানো হলে দেখা যায়, ওপর থেকে গাড়িটিতে আলুর বস্তা স্তূপাকার করে সাজানো রয়েছে। কিন্তু সেই আলুর বস্তাগুলো সরাতেই বেরিয়ে আসে বিদেশি মদ ভর্তি কার্টন (বাক্স)। পুলিশ ওই গাড়িটি থেকে মোট ১০ কার্টন বিদেশি মদ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মদের বেশিরভাগই সিকিমের তৈরি। এই মদ শিলিগুড়ি হয়ে বিহারে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। ​পুলিশি অভিযানের সময় অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ মালবাহী গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে। গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে চালক এবং গাড়ির মালিকের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। এই পাচার চক্রের পেছনে আর কোনও বড় মাথা কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande