
আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : সমাজকে প্রকৃতির সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে ঐক্যবদ্ধ রাখার উৎসবই হল মকর সংক্রান্তি—এ কথা বলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মকর সংক্রান্তি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রাত পোহালেই মকর সংক্রান্তি উৎসব। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়।
অনুষ্ঠানের উদ্বোধন করে তেলেঙ্গানার রাজ্যপাল বলেন, মকর সংক্রান্তির সঙ্গে কৃষিকাজের বিষয়টি গভীরভাবে জড়িয়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, মা গঙ্গার বাহন হল মকর। রাজ্যের জনজাতি সমাজের বিশ্বাস অনুযায়ী তীর্থমুখ একসময় কুমিরের বাসস্থান ছিল, যার ফলে তীর্থমুখকে তারা গঙ্গার মতই পবিত্র মনে করেন। সেই কারণেই মকর সংক্রান্তির সময়ে জনজাতিরা তীর্থমুখে যান। রাজ্যপাল আরও বলেন, এই উৎসব সমাজকে প্রকৃতির সঙ্গে যুক্ত করে ঐক্যবদ্ধ করে তোলে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় মকর সংক্রান্তির মাহাত্ম্য তুলে ধরে বলেন, বিশাল এই দেশ ভারতবর্ষে কৃষ্টি ও সংস্কৃতির মধ্যেই ঐক্য নিহিত রয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তি ভিন্ন ভিন্ন নামে পালিত হলেও উৎসবের মূল ভাব এক। ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেও এই উৎসব আমাদের ঐক্যের বার্তা দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-এর অন্যতম সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ