
মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স.) : গুজরাট জায়ান্টসের দিল্লির অলরাউন্ডার আয়ুশি সোনি মহিলা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 'অবসর' নিলেন।
মঙ্গলবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টসের মধ্যে ডব্লিউ পিএল ম্যাচের সময় এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন অনুষ্কা শর্মার পরিবর্তে একাদশে আসা আয়ুশিকে ভারতী ফুলমালির বলে রিটায়ার আউট করা হয়। আয়ুশি ১৪ বলে ১১ রান করেন এবং পরে তিনি আউট হন ৩৬ রান করে।
পেস-বোলিং অলরাউন্ডার আয়ুশিকে নিলামে ৩০ লক্ষ টাকার ভিত্তি মূল্যে জায়ান্টস চুক্তিবদ্ধ করে। ২০২১ সালে, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার একটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
এটি ছিল মহিলাদের টি-টোয়েন্টিতে কোনও খেলোয়াড়ের 'অবসরপ্রাপ্ত' হওয়ার ৩৮তম ঘটনা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি