ইএফএল কাপ: প্রথম সেমিফাইনালে নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার, ১৪ জানুয়ারি (হি.স.): ইএফএল কাপের প্রথম লেগের সেমিফাইনালে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি ফাইনালে ওঠার পথে এক পা দিয়ে রাখল । আগামী ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল। নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে দু
ইএফএল কাপ:  প্রথম সেমিফাইনালে নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি


ম্যানচেস্টার, ১৪ জানুয়ারি (হি.স.): ইএফএল কাপের প্রথম লেগের সেমিফাইনালে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি ফাইনালে ওঠার পথে এক পা দিয়ে রাখল । আগামী ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।

নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমানl পুরো ম্যাচে নিউক্যাসল শট নিয়েছে ১০টি, অপরদিকে সিটিজেনরা ১১টি শট নেয়।

সিটির প্রথম গোলটি আসে ৫৩ মিনিটে।পর্যন্ত অপেক্ষা করতে হয়। গোলটি করেন সিটির নতুন সাইনিং সেমেনয়ো।

দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের বাড়ানো সময়ে। ম্যাচের ৯৮ মিনিটে ফরাসি মিডফিল্ডার রায়ান শেরকি সিটির জয় নিশ্চিত করেন।

এই দুই দলের পরের লেগ অনুষ্ঠিত হবে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।

এদিকে বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande